যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন পংকি খান
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ২:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব পংকি খান। এক মাস যুক্তরাজ্যে অবস্থান করে আজ শনিবার তিনি দেশে ফিরেন। শনিবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি বাংলাদেশ বিমানে অবতরণ করলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী প্রমূখ।