যুক্তরাজ্য প্রবাসী-সমাজসেবক তৈমুছ আলীর বোনের মৃত্যুত্বে শোক
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৫ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::যুক্তরাজ্য কমিউনিটি নেতা, সমাজ সেবক ও বিশ্বনাথ ইউনিয়ন ট্রাস্ট ইউকের প্রতিষ্টাতা তৈমুছ আলীর বোন হায়ারুন নেছার (৫০) মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ উপজেলার জনপ্রতিনিধিরা।
শোকপ্রকাশকারীরা হলেন-বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, যুক্তরাজ্য সফররত দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত রবিবার হায়ারুন নেছা যুক্তরাজ্য ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ যোহর মরহুমার জানাযার নামাজ স্থানীয় ইষ্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে তাকে যুক্তরাজ্য দাফন করা হয়।