যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর জানাযা বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৫০ বার পঠিত
নিউজ ডেক্স::যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বড় ভাই-ভাবী ও এক বন্ধু আহত হয়েছেন।
নিহত ইমতিয়াজ আহমেদ রুহান (১৮) যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছিলেন। আসছে জুনে কলেজ পর্ব সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
এ দুর্ঘটনায় আহত রুহানের বড় ভাই ইফতেখার আহমেদ রুমান (২৮) ও তার স্ত্রী ফারহানা আহমেদ নিপা (২৬) এবং রুহানের বন্ধু মেহেদী ইসলাম সীমান্ত (২২) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রামের সন্তান রুহানের বাবা ইফতেখার আহমেদ জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফিলাডেলফিয়ায় বসবাস করছেন তিনি। স্থানীয় সময় শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার বারস্টো এলাকার হিক্সলিতে মহাসড়কে রুহানদের গাড়িতে অন্য একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে ইফতেখার আহমেদ জানান।
ইফতেখার আহমেদ জানান, তার বড় ছেলে রুমান ও তার স্ত্রী সানফ্রান্সিসকোতে থাকেন। পেনসিলভেনিয়া থেকে বন্ধু সীমান্তকে নিয়ে বড় ভাইয়ের কাছে বেড়াতে এসেছিলেন রুহান।
বেড়াতে লাসভেগাস যাওয়ার পথে ক্যালিফোর্নিয়ায় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুহানের লাশ বুধবার ফিলাডেলফিয়ায় আনা হয়। বৃহস্পতিবার যোহরের পর ল্যান্সডেল সিটির নর্থপেন মসজিদে জানাযা শেষে সেখানকার একটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে ওই দুর্ঘটনায় আহত সীমান্তের বাবা মফিজুল হক জানিয়েছেন।