যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে বিশ্বনাথের এক ব্যক্তি নিহত
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ১২:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৮ বার পঠিত
নিউজ ডেক্স::যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগিরালা গ্রামের মৃত খোরশিদ আলী ও আমিরুন নেছার পুত্র বাবুল মিয়া (৪১)। ওপি ওয়ানের লটারির মাধ্যমে ১৯৯১সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নিহত বাবুল। দীর্ঘ প্রায় ২৫বছর যাবত যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইটের ডিট্রয়েট সিটিতে বসবাস করে আসছেন। তিনি পেশায় একজন টেক্সিক্যাব চালক ছিলেন। গত বুধবার ২৬শে মার্চ স্থানীয় সময় রাত ১০টা ৩০মিনিটের সময় নিজ গাড়ির ভিতরে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। ঘটনার পর পুলিশ একটি অস্ত্রসহ ৪সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বলে নিহতের পরবার সুত্রে জানা গেছে।এদিকে বাবুলের মৃত্যুর খবর দেশে পৌছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন তার মা-ভাই বোনসহ আত্নীয়-স্বজনরা। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সোমবার যুক্তরাষ্ট্রের আল-ফালাহ মসজিদে নিহত বাবুল’র প্রথম জানাযার নামাজ অনুষ্টিত হয়েছে। বাবুলের লাশ দেশে আনার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার আত্নীয়-স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের ধারণা সেখানকার সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামি ৩রা এপ্রিল শুক্রবার তার লাশ দেশে নিয়ে আসা হবে।
নিহত বাবুলের মামাতো ভাই একই গ্রামের শাহিন আহমদ শিশু জানান- বাবুলের মা এবং স্বজনদের ইচ্ছায় আগামি শুক্রবার তার লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা বাবুলের হত্যাকারীদের ফাসি ও ক্ষতি পূরনের দাবী জানাচ্ছি। এব্যপারে আমরা সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের শুভ দৃষ্টি কামনা করছি।