যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিশ্বনাথের বাবুলের লাশ দেশে এসেছে
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ৬:১০ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেইটের ডিট্রয়েট সিটিতে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের বিশ্বনাথের যুবক বাবুল মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগিরালা গ্রামের মৃত খোরশিদ আলীর পুত্র। গত ২৬ মার্চ (যুক্তরাষ্ট্র সময়) রাত ১০টা ৩০মিনিটের সময় গাড়ির ড্রাইভিং সিটে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। বুধবার দুপুরে নিহত বাবুলের লাশ দেশের এসেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নিহতের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানাগেছে। নিহত বাবুলের গ্রামের বাড়িতে আহাজারী ও কান্নার রোল চলছে। এরির্পোট বিকেল ৬টায় লেখা পর্যন্ত বাবুলের লাশ বহনকারী গাড়িটি তার বাড়িতে আসার পথে রয়েছে।
নিহত যুবকের পরিবারের সদস্য আখতার আহমদ ডেইলি বিশ্বনাথ ডটকম কে জানান, বুধবার দুপুরে থাই ইয়ারলাইন্স এর একটি ফ্লাইটে যুক্তরারাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে বাবুলের লাশ আসে। রাতে লাশ নিয়ে বাড়িতে আসবেন বলে তিনি জানান।
জানাগেছে, নিহত বাবুল দীর্ঘ প্রায় ২৫বছর পুর্বে ওপি ওয়ানের লটারির মাধ্যমে ১৯৯১সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি পেশায় টেক্সিক্যাব গাড়ির ড্রাইভার ছিলেন। তার মৃত্যুর খবর মোবাইল ফোনে বাবুলের বাড়িতে পৌছলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন তার মা-ভাই বোনসহ আতœীয়-স্বজনরা। নিহত বাবুলের লাশ রাতে গ্রামের বাড়িতে আসবে। এমন খবর পেয়ে এক নজর নিহত বাবুলের লাশ দেখার জন্য এলাকার শতশত মানুষ তার বাড়িতে ভির করছেন বলে জানাযায়। বাবুলের লাশ এসেছে শুণে তার মা ছেলের মৃত্যুর সইতে না পেরে বিলাপ করে কাঁদছেন আর বার বার মুর্ছা যাচ্ছেন। বাবুলের আত্বীয়-স্বজনের আজাহারীতে বাতাস ভারী হয়ে রয়েছে। স্বজনদের কান্নার রোল থামছে না বলে জানাযায়।