যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে নিহত বিশ্বনাথের বাবুল মিয়ার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৯০ বার পঠিত
নিউজ ডেক্স:: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েট সিটিতে সন্ত্রাসীর গুলিতে নিহত সিলেটের বিশ্বনাথের যুবক বাবুল মিয়ার (৪০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নিহতের গ্রামের বাড়ি লামাকাজি ইউনিয়নের জাগিরতলা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বাবুলের পিতার নাম মৃত খোরশিদ আলী।
গত ২৬ মার্চ (যুক্তরাষ্ট্র সময়) রাত ১০টা ৩০ মিনিটে গাড়ির ড্রাইভিং সিটে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। বুধবার দুপুরে নিহত বাবুলের লাশ দেশে আসে।
নিহত যুবকের চাচা আখতার আহমদ সংবাদ মাধ্যমকে জানান, বুধবার দুপুরে থাই এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে বাবুলের লাশ আসে। রাতে তার লাশবাহী অ্যাম্বুলেন্স বিশ্বনাথে এসে পৌঁছে।
নিহত বাবুল প্রায় ২৫ বছর আগে ওপি ওয়ান লটারির মাধ্যমে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি সেখানে ট্যাক্সিক্যাব চালাতেন। তার মৃত্যুর খবর মোবাইল ফোনে বাবুলের বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন তার মা-ভাই বোনসহ আত্নীয়-স্বজনরা। পুত্রের মৃত্যুর শোকে তার মা বার বার মুর্চ্ছা যাচ্ছেন।