প্রবাসী কমিউনিটি নেতা আতাউর চৌধুরীর জানাযা রবিবার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৯ বার পঠিত
প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান চৌধুরীর প্রথম নামাজের জানাযা রবিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বাদ যোহর সিলেট নগরীর টিলাগড় জামে মসজিদে এবং বাদ আসর বিশ্বনাথ উপজেলার বাইশঘর নিজগ্রামে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
গত ১৫ এপ্রিল লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। রবিবার সকালে বিমানযোগে তার লাশ দেশে আসবে।
আতাউর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বড় ভাই।