রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ৫:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৭ বার পঠিত
রাঙামাটি জেলা প্রতিনিধি :: রাঙামাটিতে যথাযথ মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। সকাল ১০টায় জেলা জজ আদালত মাঠ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জজ আদালত মাঠ প্রাঙ্গণে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহন করেন-শামস উল আরেফিন,জেলা ও দায়রা জর্জ রাঙামাটি,মোঃ মোস্তফা জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),মোহাম্মদ সামস উদ্দীনখালেদ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,আজিজুল হক,যুগ্ন-জেলা ও দায়রা জর্জ মো.শামছুল আলম-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,ডা.¯েœহ কান্তি চাকমা,সিভিল সার্জন, এডভোকেট মুক্তার আহম্মেদ,সভাপতি রাঙামাটি বার কাউন্সিলও জর্জ আদালতে কর্মরত আইন জীবী,কর্মকর্তাকর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা । শামস উল আরেফিন,জেলা ও দায়রা জর্জ এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন-মোঃ মোস্তফা জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ সামস উদ্দীনখালেদ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,আজিজুল হক,যুগ্ন-জেলা ও দায়রা জর্জ মো.শামছুল আলম-জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রেসক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল। বক্তারা বলেন,সরকার গরীব দুঃখি মানুষের জন্য বিনা খরচে আইন সহায়তা দিচ্ছে।এবং জেলা আইনগত সহায়তা কমিটির মাধ্যমে দেশের প্রত্যেক জেলায় এ সহায়তা অব্যাহত আছে। একসময় গরীব দুঃখি লোকজন আর্থিক সংকটের কারনে প্রাপ্য আইন সহায়তা থেকে বঞ্চিত ছিল। বর্তমানে সরকার লিগ্যাল আইন এবং ব্লাষ্ট এর মাধ্যমে আইনি সহায়তা পাচ্ছে।তাই আজকের জাতীয় আইন সহায়তা দিবস সকলের সহযোগিতায় উদযাপিত হয়েছে।এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান জেলা ও দায়রা জর্জ শামস উল আরেফিন। র্যালী ও সমাবেশের আয়োজক ছিলেন-জেলা আইনগত সহায়তা কমিটি রাঙামাটি।