শিক্ষামন্ত্রীকে হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন, সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৬ বার পঠিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সম্প্রতি সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে বুধবার ‘সিলেটের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের সচেতন ব্যক্তিত্ব ও কর্মীবৃন্দ’ ব্যানারে মানববন্ধনে একাত্ম হওয়া সিলেটের শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবন্দরা এ কথা বলেন।
মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীসহ পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা দেওয়া ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে একাত্ম হন সিলেটের শিক্ষানুরাগী, বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, সংস্কৃতি ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। প্রায় এক ঘন্টা চলা মানবববন্ধনে সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশও হয়।
সমাবেশে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল ইসলাম ভুঁইয়া, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জাসদের কেন্দ্রয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, গণতন্ত্রীপার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি সালাহউদ্দিন আলী আহমদ, মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি একে শেরাম, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের কমান্ডার ভবতোষ বর্মণ রায়, সাংবাদিক আল-আজাদ, ইকরামুল কবির বক্তব্য দেন।
মানববন্ধনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীব সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দরা একাত্মতা পোষন করেন। মানববন্ধনে একাত্ম হন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক নাজিয়া চৌধুরী, ড. মোস্তাবুর রহমান, সহকারী অধ্যাপক নিলয় চন্দ্র সরকার, প্রভাষক খন্দকার আতকিয়া ফারিহা, সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল হক চৌধুরী, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক মস্তোফা কামাল, অঙ্গীকার বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মইনুদ্দিন আহমদ জালাল, নাগরিক মৈত্রীর আহবায়ক এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট হোসেন আহমদ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একে মজুমদার, মির্জাজাঙ্গাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহা উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সুলেমান আহমদ মিন্টু, আলমগীর চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্টার ফজলুল হক তানভীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আবদুল খালিক, ওভারসিজ সেন্টারের নির্বাহী পরিচালক শামসুল আলম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, যুবলীগ নেতা এমদাদ রহমান, ছাত্রনেতা উত্তম কুমার দাশ, কামরুল ইসলাম, সালাউদ্দিন পারভেজ, জাওয়াদ ইবনে জাহিদ খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পরদিন ৯ এপ্রিল শিক্ষামন্ত্রীর এপিএস মন্মত রঞ্জন বাড়ৈ ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি এন্ট্রি নম্বর ৮১৭) করেছেন।