শেখ হাসিনা বিশ্ববরেণ্য নেত্রী: সিলেটে আইজিপি
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
নিউজ ডেক্স::পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের হাত থেকে দেশ রক্ষা করতে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমালোচনা করে তিনি বলেন, গত তিন মাস ধরে আন্দোলনের নামে পেট্রোল বোমা-ককটেল বোমা নিক্ষেপ করে তারা পুলিশকে দূর্বল করতে চেয়েছিল। কিন্তু তাদের সে অপচেষ্টা সফল হয়নি। পুলিশ তার নিজ অবস্থান অক্ষুন্ন রেখেছে।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমার লালাবাজারে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরআরএফ কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে এতে সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ বক্তব্য রাখেন।
১০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ব্যারাক ভবন নির্মাণ করা হয়। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের রাজিবাড়ী মৌজাস্থিত ভরাউট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশের ১১ একর ভূমিতে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৬ তলা বিশিষ্ট আরআরএফ ব্যারাক ভবনটি কাজ শুরু হয় ২০১২ সালের ডিসেম্বর মাসে।
আইজিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্ববরেণ্য নেত্রী’ হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে পুলিশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন মামলার আসামীদের অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে।
আইজি আজ শুক্রবার বিকালে সিলেট পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশে ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে অংশ নিবেন।