শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৫:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৯ বার পঠিত
নিউজ ডেক্স::শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কালাপুরবাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মৌলভীবাজার হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায় ও ১০ যাত্রী আহত হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।