সচেতন মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে কম্পিটার বিতরণ ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সচেতন মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে উপজেলার দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় হল রুমে বৃহস্পতিবার দুপুরে কম্পিউটার বিতরনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আমিরুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ব্যাংকের ব্যবস্পাদক আবুল খয়ের, দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রেহান উদ্দিন, সংগঠক সিরাজুল ইসলাম,সামছুদ্দিন মেম্বার,আব্দুল হামিদ,সচেতন মহিলা উন্নয়ন পরিষদের সভাপতি শারমিনা বেগম, ব্যবসায়ী খলিলুর রহমান,ইকবাল আহমদ, সাংবাদিক সালেহ আহমদ শান্ত, রোহেল উদ্দিন, সংগঠক আজমল হোসেন, দিলু মিয়া,আব্দুস ছালেক, সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন,অনাধি নারায়ন ঘোষ,সাইফুল ইসলাম,স্নেহাংশু সরকার,অঞ্জনা মধু,আজিজুল ইসলাম,সহকারী শিক্ষক দশঘর এন ইউ হাই স্কুল,আকদ্দুছ আলী,আইয়ুব আলী, রানু লাল দাশ,আনোয়ার হোসেন, আব্দুল হামিদ হান্দু,সচেতন মহিলা উন্নয়ন সমিতি শিমা বেগম,নুরজাহান বেগম,সাবিনা বেগম,সালমা বেগম,রুহেনা বেগম,সামিয়া বেগম,শাহানারা বেগম,রোশনা বেগম,আসমা বেগম,রাজিয়া বেগম,সাজনা বেগম,রত্না বেগম,রুবিনা বেগম,সুফিয়া বেগম,আকলিমা বেগম প্রমুক। সভা শেষে প্রধান অতি্থি কে ক্রেষ্ট প্রধান করেন সমিতি সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীরের একান্ত প্রচেষ্টায় সিলেট জেলা পরিষদ থেকে একটি কম্পিটার সমিতির মধ্যে বিতরণ করা হয়।