সবুজ সিলেটের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭৮৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক-প্রকাশক ও সিলেট জেলা প্রেসকাবের উপদেষ্ঠা মুজিবুর রহমানের বিরুদ্ধে সড়যন্ত্রমূলক উদ্ভট অভিযোগে মামলার দায়েরের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদ ও সিলেট জেলা মটোর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন। বুধবার বিকালে উপজেলার তাজপুর কদমতলা এলাকায় যৌথভাবে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন একটি বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমানের বিরুদ্ধে উদ্ভট অভিযোগে সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রেকর্ড করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত। নির্বিক সাংবাদিককে হয়রানী লক্ষ্যে উক্ত মিথ্যা মামলা রুজু করা হয়েছে। প্রশাসনের উর্ধ্ধতন কর্তৃপক্ষের কাছে আমাদের আহব্বান সুষ্ট তদন্তের মাধ্যমে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে ওসি সাখাওয়াতের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া।
এসময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দরা প্রশাসনকে হুশিয়ারী করে বলেন উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে ওসি সাখাওয়াতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করা হলেও প্রয়োজনে রাজ পথে আরোও কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।
সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছাদিকুর রহমান ছাদেকের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান এমরান রব্বানী, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য ও সাবেক ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি জহুর আলী,দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ,ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদ ও উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান ফারুক,সাবেক বালাগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম শামিম,সবুজ সিলেটের ষ্টাফ রিপোটার নুরুল হক শিপু,বিশ্বনাথ প্রতিনিধি তজমুল আলী রাজু, সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিন,ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি এফ এম আলী ফয়েজ,সাংবাদিক মুহিব হাসান, শিপন আহমদ, আব্দুল হাদি, সিতু সূত্র ধর, এস এম রেফুল, এস এম হেলাল, রনিক পাল,তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান,সেলিম আহমদ,স্বর্নালী ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,ব্যবসায়ী বাচ্চু মিয়া, জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি আক্কাছ আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শ্রী ঝুটন পাল, অর্থ সম্পাদক শাহ রাহান আহমদ, প্রচার সম্পাদক শ্রী গনেশ দত্ত, ধর্ম ও সমাজসেবা সম্পাদক কামাল মিয়া, দপ্তর সম্পাদক রাজন মিয়া, উপস্থিত ছিলেন, ইফতিয়ার আহমদ সাজন, রাসেল আহমদ, আতিকুর রহমান, দিলিপ, সুজন, সালেহ আহমদ, জজ মিয়া, ফারুক মিয়া, জালাল মিয়া, দেলোয়ার হোসেন, হুসেন, দিলদার মিয়া, রাজন দেব, শাহীদুল ইসলাম, কবির মিয়া, জয়নাল মিয়া, রাশেদ মিয়া, মাসুদ আহমদ, সফিক মিয়া, জাহেদ আহমদ, সুমন, মাসুদ আহমদ, ওসমানীনগর উপজেলা উন্নয়ন বাস্থবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন লেফাছ, সেলিমুর রহমান, রাজন দেব প্রমুখ।