সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে ধান চুরির মামলা !
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ১:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: দৈনিক সবুজ সিলেট সম্পাদক-প্রকাশক মুজিবুর রহমানের বিরুদ্ধে ধান চুরির মামলা নিয়েছে শাহ পরান থানাপুলিশ। বৃহস্পতিবার শাহপরান থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। এ ঘটনায় বুধবার দিনগত রাতে দুদু মিয়া নামের এক বর্গাচাষিকেও আটক করা হয়েছে।
এদিকে, সবুজ সিলেট সম্পাদকের বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মামলা নথিভুক্ত করায় এ নিয়ে সাংবাদিক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেটের সিনিয়র সাংবাদিকদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে।
সবুজ সিলেট সম্পাদক অভিযোগ করেন-তাকে হয়রানি করতেই কল্পিত অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন,দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুর, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস পুরকায়স্থ, দৈনিক যুগান্তরের সিলেট অফিস প্রধান রেজওয়ান আহমদ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, সাংবাদিক সাত্তার আজাদ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, দৈনিক প্রথম আলো’র ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু প্রমুখ।