সরকার আন্তরিক হলে ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়া সম্ভব——আসকির আলী
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৬ বার পঠিত
নিউজ ডেক্স:: কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ ইলিয়াস আলীর ছোট ভাই আসকির আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ভাই এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানিয়ে বলেন সরকার আন্তরিক ভাবে চাইলে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব।
তিনি বলেন আজ আমার ভাইয়ের অপেক্ষায় মা শয্যাসায়ী ইলিয়াস আলীর সন্তানরা পথের দিকে তাকিয়ে আছে কবে ফিরবেন তাদের বাবা,তাই অভিলম্ভে আমার ভাই ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি ও দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন।
তিনি সোমবার যুক্তরাজ্য ব্রাডফোর্ডে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের উদ্যোগে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনে আহবায়ক মিরাশ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটিস এমপি জজ গেলওয়ে ও লেবার পাটির (ব্রাডফোর্ড এলাকার) এমপি প্রাথী ইমরান আহমেদ। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।