সিটি নির্বাচন বর্জন বিএনপির সাজানো নাটক: সেতুমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫ ইং, ১:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করা বিএনপির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেটের নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ও বয়কট করা এটা তাদের সাজানো নাটক ছিল। জ্বালাও পোড়াও এর কারণে জনগণ তাদের সঙ্গে নেই। এটা বুঝতে পেরেই তারা নির্বাচন বয়কট করেছে।
সেতুমন্ত্রী আরো বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব এ সেতু উদ্বোধন করার জন্য। ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজির বাজার সেতুর কাজ চলছে বলে মন্ত্রী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।
সেতুমন্ত্রী আরো বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব এ সেতু উদ্বোধন করার জন্য। ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজির বাজার সেতুর কাজ চলছে বলে মন্ত্রী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।