সিটি নির্বাচন বর্জন বিএনপির সাজানো নাটক: সেতুমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫ ইং, ১:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭২২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করা বিএনপির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় সিলেটের নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ ও বয়কট করা এটা তাদের সাজানো নাটক ছিল। জ্বালাও পোড়াও এর কারণে জনগণ তাদের সঙ্গে নেই। এটা বুঝতে পেরেই তারা নির্বাচন বয়কট করেছে।সেতুমন্ত্রী আরো বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেব এ সেতু উদ্বোধন করার জন্য। ১২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন কাজির বাজার সেতুর কাজ চলছে বলে মন্ত্রী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।


