সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলামের পদোন্নতি লাভ
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৫ ইং, ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ শাখার (এপিডি) যুগ্ম-সচিব মহিবুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
এদিকে, জলা প্রশাসক মো. শহিদুল ইসলামের পদোন্নতি লাভ করায় সিলেট জেলা প্রশাসন, সিলেটের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। গতকাল রাতে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেইজে এই পদোন্নতি ও অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছে।
প্রসঙ্গত, উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এরমধ্যে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপ-সচিব হয়েছেন ৩৪৩ জন, উপ-সচিব থেকে ২৯৯ জন যুগ্ম-সচিব এবং যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন ২৩১ জন।