সিলেটের টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৫ ইং, ১২:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৬১৮ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দুইগ্রুপে বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে টিলাগড় পয়েন্টে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষে আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাংলা নববর্ষের দিন এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে নিপু ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিপু গ্রুপের ছাত্রলীগ ক্যাডাররা টিলাগড় পয়েন্টে গুলি ছুঁড়ে জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীদের খুঁজতে থাকে। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এর কিছুক্ষণ পরই জাহাঙ্গির গ্রুপের নেতাকর্মীরা জড়ো হয়ে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। উভয় পক্ষের মধ্যে প্রায় আধঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধকালে টিলাগড় পয়েন্টস্থ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। একপর্যায়ে জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীরা গোপালটিলায় নিপু গ্রুপের এক নেতার বাসায়ও হামলা করেন।
ছাত্রলীগের বন্দুকযুদ্ধের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। কয়েক দিন পর পর ছাত্রলীগের এ দু’গ্রুপের সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে তারা সোচ্চার হতে দু’একদিনের মধ্যে বৈঠকে বসার কথা রয়েছে। টিলাগড়ের একাধিক ব্যবসায়ীর কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।