সিলেটের তিন শিশুসহ পাচারকারী আটক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:৩৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৯০৩ বার পঠিত
আটক আসাদ জামান আপন (২৫) আখাউড়া বাইপাস সড়কের লিটন মিয়ার ছেলে।
উদ্ধার করা শিশুরা হলো- আখাউড়া শান্তিপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আরাফাত হোসেন (১২), আখাউড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্র ও ফেরদৌস মিয়ার ছেলে আসাদুল ইসলাম (১৩), একই মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ও মুক্তার মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৯)।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর তালতলার মসজিদের গেটের সামনে তিন শিশু ঘোরাঘুরি করছিল। এ সময় তাদেরকে দেখে স্থানীয় এক মসজিদের ইমামের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসা করা হলে ওই তিন শিশু জানায় তারা আখাউড়া থেকে এসেছে। কার সঙ্গে কীভাবে এসেছো জানতে চাইলে তারা হোটেলের মধ্যে দু’জন ব্যক্তিকে দেখিয়ে দেয়।
এ সময় মসজিদের পেশ ইমাম হাবিব আহমদ শিহাবও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) বজলু ঘটনাস্থলে গিয়ে আপনকে আটক করে। অন্য দু’জন পালিয়ে যায়।
শিশুরা জানান, বাড়িতে রাগ করে বাজারে ঘুরছিল। এমন সময় আপন কাজ ও খাবার দেয়ার লোভ দেখিয়ে তাদের ট্রেনে করে সিলেট নিয়ে আসেন।
এ ব্যাপারে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান, শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঘটনাটি পাচারের উদ্দেশ্যে না অন্য কোন কারণ আছে তা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে।