সিলেটে কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দিয়েছেন আইজিপি
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ১:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৫ শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় নগরীর মিরের ময়দার জেলা পুলিশ লাইনস শহীদ এসপি এম সামসুল হক মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
সমাবেশে সিলেটের বিভিন্ন স্থান থেকে কমিউনিটি পুলিশের সদস্যরা যোগ দিয়েছেন। আইজি ছাড়াও সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ কমিশনার কামরুল আহসান, পুলিশ সুপার নূরে আলম মিনাসহ সিলেট রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তারা যোগ দিয়েছেন।
শুক্রবার থেকে সিলেট সফরে রয়েছেন আইজিপি। শুক্রবার সকালে তিনি দক্ষিণ সুরমার লালাবাজারে আর আরএফ পুলিশ ব্যারাকের উদ্বোধন শেষে বিকালে রিকাবীবাজারে এসএমপি ও জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। আজ শনিবার তার সফর কর্মসূচি শেষ হবে।