সিলেটে গভীর রাতে আগুন, ১০টি দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৩৩ বার পঠিত

এ তথ্য জানিয়েছেন- সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের সময় নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী বাজার বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ৮টি সবজির দোকান, একটি শুকটি দোকান ও একটি চর্টের দোকন পুড়েছে বলে জানান শফিক।
শফিক আরো জানান, অগ্নিকান্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রায় ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।