সিলেটে ড্রেন থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ২:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৫ বার পঠিত

রাহুল আহমদ নামের ওই যুবকের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বর্তমানে সিলেট নগরীর বাগবাড়িতে একটি ভাড়া বাসায় থাকতেন।
রিকাবীবাজারের কয়েকজন হকার জানান- রাহুল রিকাবীবাজারের ফুটপাতে কয়েকটি দোকান বসিয়ে ভাড়া আদায় করত। সে কখনো নিজেকে যুবদল, কখনো যুবলীগ আবার কখনো সাংবাদিক পরিচয় দিত বলে জানা গেছে।
মাদার কেয়ার পলি ক্লিনিকের সামনের চা বিক্রেতা আবদুল্লাহ জানান- শনিবার রাত ৮টার দিকে রাহুল মাদার কেয়ারের সামনে মোটর সাইকেল (সিলেট-এ-১১ ১৪৮১) রাখেন। এরপর রাহুল পায়ে হেঁটে অন্যত্র চলে যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ বিভিন্ন গণমাধ্যমকে জানান- খবর পেয়ে রাহুলের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও কানের বাম পাশে রক্তাক্ত জখম রয়েছে।