সিলেটে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন পুলিশ কনস্টেবল!
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ৬:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৭১২ বার পঠিত
নিজেই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন সিলেট কোতোয়ালি থানার কনস্টেবল তৌহিদুল ইসলাম (কং নং ১৭৯৬)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
গোপনাঙ্গ কাটা নিয়ে কোতোয়ালি থানার ওসি ও কনস্টেবল তৌহিদের সহকর্মীদের কাছ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালি থানার এক পুলিশ সদস্য জানান, গত কয়েকদিন ধরে ছুটিতে যেতে চাইছিলেন কনস্টেবল তৌহিদুল ইসলাম। কিন্তু থানার ওসি আসাদুজ্জামান তাকে ছুটিতে যেতে দিচ্ছিলেন না। এ নিয়ে মানসিক অস্থিরতায় ভোগছিলেন।
বুধবার বিকেলে কোতোয়ালি থানা ভবনের চারতলায় ওঠে তৌহিদ ব্লেড দিয়ে নিজের গোপনাঙ্গ কাটার চেষ্টা করেন। এসময় তার চিৎকারে অন্যান্য পুলিশ সদস্যরা এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
তবে কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান ছুটি চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তৌহিদ ‘আন্ডার সেভ’ করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে।