সিলেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৬১ হাজার ৬১২ শিশু
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৫ ইং, ৩:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬২৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: আগামী ২৫ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এবার ৬১ হাজার ৬ শ’ ১২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার দুপুরে অবহিতকরণ সভায় এ লক্ষ্যমাত্রার কথা জানানো হয়েছে।
সিটি কর্পোরেশন হল রুমে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার জানান, এবার বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে না। সরকার থেকে তা বাতিল করা হয়েছে। তাই সবাইকে শনিবার পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে।
সভায় আরো জানানো হয়, এবার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৫শ’ ২০ শিশু, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ৫শ’ ২২ শিশু, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪৫ প্রতিবন্ধী শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫শ’ ২৫ প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল খাওয়াবে সিটি কর্পোরেশন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে ২১০ স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা খাওয়াবেন মোট ৬৩০ স্বেচ্ছাসেবী। এর মধ্যে ৩০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ৯৭টি অস্থায়ী, ৬১টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র ও ২২টি ভ্রাম্যমান কেন্দ্র রয়েছে। স্বেচ্ছাসেবীদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার সকালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।
সভায় আরো বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব রেজা-ই-রাফিন সরকার, স্বাস্থ্য পরিদর্শক আলবাব আহমদ চৌধুরী, ইউনিসেফ এর ডিএনএসও নিম্মি হোসেন প্রমুখ।
বক্তারা শনিবার সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।