সিলেটে শাবি ছাত্রী ছিনতাই’র শিকার
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৫ ইং, ৩:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেট শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাবিলা রোজিয়ান চিশতি সিলেট নগরীর মিরের ময়দানে ছিনতাইর শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। নাবিলা শাবি গেইটস্থ ফজল কমপ্লেক্সে বাস করেন। তিনি হবিগঞ্জের সদর উপজেলার পদ্মারবাড়ি এলাকার শফিক উদ্দিনের মেয়ে।
নাবিলা জানান- সিলেট নগরীর জিন্দাবাজার থেকে রিকশা নিয়ে নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। নগরীর মিরের ময়দানে এলাইড ক্রিটিক্যাল হাসপাতালের সামনে যাওয়া মাত্র ২টি মোটরসাইকেলে করে ৪ জন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এসময় ছুরি ঠেকিয়ে নাবিলার কাছে থাকা ২টি মোবাইল ফোন, নগদ ২ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখবে।