সিলেটে সেপটিক ট্যাংকে আগুন, মা-মেয়ে-ছেলে দগ্ধ
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০১৫ ইং, ১০:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৮১ বার পঠিত
আহতরা হলেন- বাসার গৃহকত্রী মৃত জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), মেয়ে জাহিদা আক্তার (২০), ছেলে জহির হোসেন (১৪)। এদের মধ্যে মা-মেয়ের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওসমর ফারুক। তিনি জানান, মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, বাসার ভেতর মানুষের চিৎকার ও আগুন দেখে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়।
সিলেট দমকল বাহিনীর স্টেশন অফিসার জাবেদ হোসেন তারেক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
সেপটিক ট্যাঙ্কের গ্যাস থেকে বাসার বাথরুমের কমোডের ভেতর থেকে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে বাথরুমে যান জাহিদা। ওই সময় কমোডের ঢালা তুলতেই আগুন ধরে যায়।
অগ্নিকান্ডে বাসার আসবাবপত্র ও মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।