সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৫ ইং, ১:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরায় নামক স্থানে বাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিন সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহতের নাম জানাযায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস (নম্বর সিলেট-জ-১১-০৩৮৮) কুমারগাঁও বাসস্ট্যান্ডে আসছিল। আর সিএনজি অটোরিক্সাটি ( নম্বর সিলেট থ-১২- ৫২০২) যাচ্ছিল লামাকাজিতে। পথে বলাউরা এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মহিলা ও দুই জন পুরুষ যাত্রীর মুত্যৃ হয়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন তিন সিএনজি অটোরিক্সা যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।