সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে কামারুজ্জামানের গায়েবানা জানাজায় অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০১৫ ইং, ৪:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
ডেস্ক রিপোর্ট: হাজার হাজার জনতার উপস্থিতিতে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩টার দিকে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে জানাজা সম্পন্ন হয়। জানাযায় জামায়াত ছাড়াও বিএনপি ও ১৮ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
সমাবেশে নেতৃবৃন্দের আবেগঘন বক্তব্যে উপস্থিত মুসল্লীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। সে সময় আলীয়া মাদ্রাসা ময়দানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ফয়জুর রহমান, সিলেট মহানগর শিবির সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়া জানাযায় বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধলক্ষাধিক জনতা অংশ নেন।