সিলেট জেলা বিএনপি নেতা আলী আহমদ গুরুতর অসুস্থ, ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০৩ বার পঠিত
গুরুতর অসুস্থ সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদকে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলী আহমদ এর পরিবার ও সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সিলেটবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বেলা আড়াইটার দিকে জেলা বিএনপি নেতা আলী আহমদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরী ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের নির্দেশে উন্নত চিকিৎসার ঢাকা ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে আলী আহমদ এর আশু রোগমুক্তি কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে শনিবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিএনপি অঙ্গসংগঠন ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি