সিলেট দক্ষিণ সুরমার সিলামে ডাকাতি, আহত ৬
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ১০:৪৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের সদস্য আলফু মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের হামলায় আহত হয়েছে ৬জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টায় দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলফু মেম্বর গতকাল শনিবার বিকালে একটি জমি বিক্রি করে ৫ লাখ টাকা নিয়ে বাড়িতে আসেন। ওই জমি বিক্রির খবর পেয়ে এক দল ডাকাত রাত ২টার দিকে তার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা আলফু মেম্বার, তাঁর স্ত্রী, ছেলে-মেয়েসহ মোট ৬জনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণ, মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরে আহত আলফু মিয়া, তার স্ত্রী, ছেলে-মেয়েদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।