সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০১৫ ইং, ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৬০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স:: সিলেটে সুরমা নদী থেকে মোছাদ্দেক আলীর নামের বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১ টার দিকে সুরমা নদীর কাজিরবাজার খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোছাদ্দেক আলী গোলাপগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে নদীর পানিতে ওই বৃদ্ধের মরেদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ এলাকা সুরমা নদীতে ঝাঁপ দেন মোছাদ্দেক আলী। তাকে উদ্ধারে নদীতে ডুবুরিও নামানো হয়, কিন্তু পাওয়া যায়নি। এ ঘটনায় ওই রাতে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরপর নিহতের ভাই, ছেলে-মেয়েরা এসে মরদেহ সনাক্ত করেছেন।
তবে, মানসিক সমস্যার কারণে তিনি নদীতে পড়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবারের লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন বলেন জানান ওসি।