সেনপাড়ায় কাজের মেয়ের রহস্যজনক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫ ইং, ২:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫০১ বার পঠিত

নিহতের নাম রত্না বেগম (১৬)। তার গ্রামের বাড়ি দিরাই উপজেলায় বলে জানা গেছে।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকায় আলপনা ১০১ নং বাসায় রত্না নামের এক কাজের মেয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সোমবার সকালে শাহপরান থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাশ উদ্ধারের সময় মেয়েটি ফ্যানের সাথে ওড়না পেঁচানো ছিলো। এছাড়াও মেয়ের পা মাটির সাথে লাগানো ছিলো।
শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটভিউ২৪ডটকমকে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে একটি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।