হবিগঞ্জে দুর্ঘটনায় শিশু-নারীসহ নিহত ৪
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১০:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৮৪ বার পঠিত
নিউজ ডেক্স::হবিগঞ্জ সদরে ব্যাটারি চালিত অটোরিকশা ও পাওয়ার টিলার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ-নবিগঞ্জ আঞ্চলিক সড়কে অগ্রদূত ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লাল মিয়া (৫০), আলিগঞ্জ গ্রামের শাহেদ মিয়ার শিশু কন্যা সামিয়া (১) ও একই গ্রামের করিম মিয়া (৪০)। আরেকজন নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন চৌধুরী জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশা ও বালুভর্তি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।