হ্যাপির মামলায় রুবেলের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
নিউজ ডেক্স::চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলা থেকে ক্রিকেটার রুবেল হোসেনের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
আজ সোমবার আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শক হালিমা খাতুন। আগামী ধার্য তারিখে এ মামলার শুনানি হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বিকালে চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেন।
এরপর হ্যাপীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষা শেষে মিরপুর থানায় নিয়ে তাকে মামলা-সংক্রান্ত জিজ্ঞাসাবাদ শেষে বাসায় পাঠানো হয়।