৩৩২ রানে অলআউট বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০১৫ ইং, ১:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৬ বার পঠিত

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান দ্বিতীয় দিনের শুরুতেই খেলতে নেমে জুলফিকার বাবরের বলে ক্যাচ আউট হয়েছেন। আগের দিন ১৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত স্কোরে আর ৬ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরেছেন সাকিব (২৫)।
অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখতে পারেননি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং করা সৌম্য সরকার। ব্যক্তিগত ৩৩ রানেই থেমেছে তার ইনিংস। মোহাম্মদ হাফিজের বলে আসাদের তালুবন্দী হয়েছেন তিনি। সুবিধা করতে পারেননি টেস্ট অধিনায়ক মুশফিক। ইয়াশিরের শিকার হওয়ার আগে ৩২ রান করেছেন ‘রান মেশিন’ খ্যাত এই ক্রিকেটার। শেষ অবধি অলআউট হওয়ার আগে ৩৩২ রান করতে সমর্থ হয়েছে বাংলাদেশ।
এ ছাড়া হাফসেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস (৫১) ও মুমিনুল হক (৮০)। আর ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯)। সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত স্কোরে ২৫ রান যোগ হতেই আউট হন তিনি।
টেস্ট সিরিজ শুরুর আগে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। জিতেছে সফরকারীদের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচেও।