বিশ্বনাথে এলপি গ্যাসের বান্নার বিষ্পোরণ
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১০:২১ অপরাহ্ণ | সংবাদটি ৭১৩ বার পঠিত
তজম্মুল আলী রাজু : বিশ্বনাথে এলপি গ্যাসের বান্নার বিষ্পোরণ হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা শহরের পুরানবাজারস্থ খালেদ ট্রেডার্স আইপিএসএর ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন এর বাসভবনে এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় একটি পরিবার।
জানাগেছে, এলপি গ্যাসের বান্নার বিষ্পোরণের সময় চুলায় আগুন ছিল না। হঠাৎ করে রান্না ঘরে বিকট শব্দে আতংকিত হয়ে উঠে গোঠা পরিবার। এসময় পরিবারের লোকজন আত্বরক্ষার্থে বাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান।
বাসার মালিক আনোয়ার হোসেন বলেন, নতুন রিপিল সিলিন্ডার সংযোগের ১০ মিনিটের মধ্যে বান্নার বিষ্পোরণ হয়। এসময় গ্যাসের ধুয়াও গন্ধে পুরো বাসার লোকজন ভয়ে দিকবিদিক ছুটাছুটি করেন। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারে নি¤œমানের বান্নার ছিল।
এদিকে গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে জনমনে আতংকের সৃষ্ঠি হয়েছে। আনোয়ার হোসেন এর বাসায় বান্নার বিষ্পোরনে অনেকে সিলিন্ডার ব্যবহার করা বন্ধ করে দিবেন বলে জানিয়েছেন। গ্যাসের ব্যবহার বন্ধ করে লাকড়ীর চুলা ব্যহারের সিন্ধান্ত নিয়েছে অনেক পরিবার।