বিশ্বনাথে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত!
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৫ ইং, ৫:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৯২ বার পঠিত
জামাল মিয়া::বিশ্বনাথে ছাত্র হাতে উপজেলার রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে বিদ্যালয় এন্ড কলেজের একটি ক্লাস রুমে এঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশংঙ্কায় নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় এন্ড কলেজ ছুটি দেন কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী সম্বন্বয়ে সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের খন্ডকালীন শিক্ষক জামিল আহমদ কলেজের একটি শ্রেণীকক্ষে পাঠদান করছিলেন এমন সময় দ্বাদশ শ্রেণীর ছাত্র দুলাল মিয়া শিক্ষক জামিল আহমদকে তুয়াক্কা না করেই শ্রেণী কক্ষে প্রবেশ করেন। বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুলাল আহমদ উত্তেজিত হয়ে জামিল আহমদকে লাঞ্ছিত করেন। ঘটনার সময় শিক্ষক জামিল আহমদের ক্লাসে অধ্যায়নরত থাকা একাধিক শিক্ষার্থী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ধাপাচাপা দিতে ও ঘটনাটি যাতে বড় আকারে রুপ না নেয় সেজন্য আজ (সোমবার) বিদ্যালয় এন্ড কলেজ তাড়াতাড়ি ছুটি দেয়া হয়েছে।
বিদ্যালয়ে কোন ঘটনা সংগঠিত হয়নি দাবি করে বিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম ছিফত আলী বলেন, স্টাফ মিটিংয়ের জন্য নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেয়া হয়েছে।
সভায় উপস্থিত থাকা জামিল আহমদের কাছে এবিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি নিরব ভূমিকা পালন করেন।
শিক্ষার্থী দুলাল আহমদের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন বলেন, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে জানতে হবে। উশৃংঙ্খল পরিস্থিতি সংগঠিত না হলে কিংবা অনাকাঙ্খিত ঘটনার আশংক্সঙ্কা না থাকলে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয় ছুটি দেয়ার বিধান নেই।