বিশ্বনাথ জাপার ১৭ নেতাকর্মীর জামিন লাভ
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০১৫ ইং, ১:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৬১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে জাপার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করে। সোমবার রাতে উপজেলা জাপা নেতা শরিফ আলী বাদি হয়ে প্রতিপক্ষ উপজেলা জাপার একাংশের ৩০ জনের নাম উল্লেখ করে আরও ২৫/৩০জন অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৬৬/১৫। বুধবার দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ কুদর-এ কুদার আদালতে ওই মামলার ১৭জন আসামি জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বাকি আসামিরা বুধবার জামিন নিতে আদালতে যাননি বলে জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মামলার ১৭ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন-উপজেলা জাপা নেতা আরশ আলী বাবুল, শাহ আরমান আলী, আবদুল হান্নান, এস.এম শামিম, মঞ্জুর আহমদ আরিফ, জয়নাল আবেদিন জয়নুল, এনামুল হক সিকদার, হেলাল আহমদ রাজা, ইলিয়াস আলী, আবদুস সামাদ টিটুন, মো. ইব্রাহিম আলী, মানিক মিয়া, তাহির আলী, ছাদিক মিয়া, আখলুছ আলী, আঙ্গুর মিয়া।
এব্যাপারে জাপা নেতা আরশ আলী বাবলু বলেন, আদালতে ১৭ নেতাকর্মী জামিন চাইলে আদালত আমাদের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত,শুক্রবার বিকেলে উপজেলা জাপার একাংশ সিলেট জেলা জাপার নব-গঠিত কমিটির স্বাগত জানিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল করলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অনন্ত ১৫জন আহত হন।