শনিবার সিলেটে স্বেচ্ছাসেবকদলের সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৩০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক: শান্তিপূর্ণ মিছিলে গুলি করে জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, বদরুল আজাদ রানা, জাকারিয়া আহমদ, বাশার আহমদ, মুহিবুর রহমান মুহিব, সালাম আহমদ, আশরাফ উদ্দিন রাজিব, মিসবাউল আম্বিয়াসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে আগামী ০৪/০৪/১৫ তারিখ শনিবার সিলেটে সকাল-সন্ধা হরতাল আহবান করা হয়েছে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর স্বাক্ষরিত বিবৃতীতে নেতৃবৃন্দ আগামী শনিবার সকাল-সন্ধা হরতাল পালন করে বর্তমান অবৈধ নব্য স্বৈরাচার সরকারের সকল অপকর্মের জবাব দেয়ার আহবান জানান।