সিলেটে আড্ডায় মাতলেন প্রখ্যাত সাংবাদিক পীর হাবিব
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০১৫ ইং, ৬:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৫ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে আড্ডায় মাতলেন দেশের প্রতিথযশা সাংবাদিক, দৈনিক মানবকন্ঠ’র উপদেষ্ঠা সম্পাদক পীর হাবিবুর রহমান। শনিবার সন্ধ্যার পর তিনি নগরীর জিন্দাবাজারস্থ নেহার মার্কেটে সিলেটের সাংবাদিক ও সংবাদপত্র পরিবেশকদের সাথে আনন্দঘন এক আড্ডায় মেতে ওঠেন। এসময় তাঁকে সিলেটভিউ২৪ডটকম’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পীর হাবিবুর রহমানের সাথে আড্ডায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর’র ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, মানবকন্ঠ’র ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, বাংলানিউজ২৪ডটকম’র স্টাফ করেসপন্ডেন্ট নাসির উদ্দিন, প্রভাষক ওহী আলম রেজা, সংবাদপত্র পরিবেশক সিরাজ আহমদ খান, ইসমাইল হোসেন, ব্যবসায়ী মানোয়ার হোসেন প্রমুখ।
আড্ডাকালে পীর হাবিবুর রহমান সংবাদ ও সংবাদপত্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, সংবাদপত্রে কাজ করতে গিয়ে অনেক চড়াই উতরাই পেরোতে হয়।
এদিকে পীর হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সিলেটভিউ পরিবার। এসময় সিলেটভিউ পরিবারের শাহ্ দিদার আলম নবেল, নাজমুল কবীর পাভেল, পিংকু ধর, রফিকুল ইসলাম কামাল, রাশেদীন ফয়সাল, শাকিল জামান, আনোয়ার হোসেন দিব্য জ্যোতি সী উপস্থিত ছিলেন।