আজ আরাফাতের কবর জিয়ারত করবেন খালেদা
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৫ ইং, ১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৪০ বার পঠিত
নিউজ ডেস্ক: বিএনপি নেত্রী খালেদা জিয়া গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় মারা যান ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
সোমবার খালেদা জিয়া ছোট ছেলে আরাফাতের কবর জিয়ারত করতে বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানে যাবেন। বিএনপি কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো চলতি বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
২৭ জানুয়ারি বনানী কবরস্থানের বি ব্লকের ১৮ নং সারিতে অবস্থিত ১,৮৩৮/১৪৭ নং কবরে তাকে দাফন করা হয়।