কানাইঘাটে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৫ ইং, ১২:২০ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৮৯ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেটের কানাইঘাটে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল শ্রমিকের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফয়সল আহমদ নামের এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত ফয়সল উপজেলার রায়ঘর গ্রামের আব্দুল মালেকের পুত্র। বুধবার সকালে উপজেলা সদরের উত্তর বাজার স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ হামলার সাথে উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা জড়িত বলে নিহতের পরিবার, আহত অটোরিকশা চালক ও স্ট্যান্ডের শ্রমিকরা জানান। কিন্তু জসীম উদ্দিন স্ট্যান্ড দখল বা নিহত অটোরিক্সা চালক হত্যার সাথে তার সম্পৃক্ততা নেই বলে জানান। এ ঘটনার পর উপজেলা সদরের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, কানাইঘাট উত্তর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের আধিপত্য ও ভাগবাটোয়ারা নিয়ে উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক এবং স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া ও উপ-গ্রুপগুলোর মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে বুধবার সকাল ১০ টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী যুবক অতর্কিতভাবে হামলা করে স্ট্যান্ডের ম্যানেজারের কাছ থেকে খাতাপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এতে স্ট্যান্ডের শ্রমিকরা বাধা প্রদান করলে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা ফয়সল আহমদ (২৫)। রক্তাক্ত অবস্থায় চালক ফয়সলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত হন স্ট্যান্ডের অটোরিকশা চালক আব্দুল আহাদ, ফয়সল আহমদ ও জয়নাল আহমদসহ কমপক্ষে ১০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, নিহত অটোরিক্সা চালক ফয়সল আহমদের হত্যাকারীদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।