চৌদ্দশ বাইশের বৈশাখ
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৫১১ বার পঠিত
আসল আবার খুশির বৈশাখ
চৌদ্দশ একুশ এর পরিশেষে
পৃথিবী জানে এ বৈশাখ
পা রাখলো চৌদ্দশ বাইশে।
এলো যে বছর ঘুরে বৈশাখ
সবাইকে রাঙগাতে
হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে
একই মাঝে সাজাতে।
রং নিয়ে এলো এ বৈশাখ
রঙ্গিন দিনটিকে রাঙ্গাতে
ভোরের পান্তা ভাত আর ইলিশ মাছের
সেই স্বাদটাকে আবার জাগাতে।
এলো খুশির জোয়ার নিয়ে বৈশাখ
সারা দেশ জুড়ে
সেই জোয়ারে রাঙিয়ে দেবে
চৌদ্দশ বাইশরে,