ছাতকে সংঘর্ষে নারীসহ আহত ১১
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৫৭ বার পঠিত
ছাতক সংবাদদাতা : ছাতকে সংঘর্ষে নারীসহ ১১ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ছাতক সদর ইউনিয়নের তিররাই-মুক্তিরগাঁও গ্রামের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধান মাড়াইর মেশিন নিয়ে রাস্তা পারাপারের সময় তিররাই-মুক্তিরগাঁও গ্রামের জাহির আলীর পুত্র গিয়াস উদ্দিন ও একই গ্রামের হাজী লাল মিয়ার পুত্র মানিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষ তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১১ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মানিক মিয়া(৩০), আশিদুর রহমান(১৮) জামাল উদ্দিন(২২), আরজ আলী(৩৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মানিক মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। রাশেদুর রহমান(২০), ইমান আলী(৪৫), জুনেদ(১৫), কুতুব উদ্দিন(২৫), শুকুর আলী(২৭), আফিজ আলী(৪০), আরিফুন নেছা(৪২)সহ আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। থানায় এখনো কোন মামলা হয়নি।