দুর্নীতি প্রতিরোধে সিলেট বিভাগের মধ্যে বালাগঞ্জ ২য় স্থানে
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৫ ইং, ৫:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি :: সারা দেশের উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গুলোর মধ্যে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিত্বে প্রত্যেক বিভাগে তিনটি করে কমিটিকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছরের ন্যায় এবারও পুরষ্কৃত করা হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগের মধ্যে ২য় স্থান অর্জন করেছে “বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি”।
৩০মার্চ জাতীয় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে রাজধানীর শিল্প কলা একাডেমীতে দুদক চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় বালাগঞ্জ কমিটির পক্ষে পুরষ্কার গ্রহন করেন বালাগঞ্জ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ছুরাব আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য তৃণমূল থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মানুষ যত অধিকার সচেতন হবে তত বেশী সমাজ থেকে দুর্নীতি দুরীভূত হবে। সে জন্য ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে হবে। কেননা শিক্ষা এমন একটি আলো যা কিনা দুর্নীতির অন্ধকার থেকে সমাজ ও জাতীকে বাচিয়ে রাখেতে পারে। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দুদক কমিশনার নাসির উদ্দিন, শাহাব উদ্দিন চুপু, সচিব মাসুদুল হক ও সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক ছুরাব আলী প্রমূখ। তাছাড়া সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে জুড়ি উপজেলা দুর্নীতি কমিটি ও ৩য় স্থান অর্জনের স্বীকৃত পেয়েছে লাখাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এদিকে বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট বিভাগের মধ্যে রানার্স আপ হওয়ায় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বালাগঞ্জের বিভিন্ন সংগঠন ও সকল শ্রেনী পেশার মানুষ।