বিশ্বনাথে জাপার নেতার বিরুদ্ধে মামলার নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০১৫ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৯১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু’র বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র ও নিন্দা প্রতিবাদ জানিয়েছেন জাপা নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত ৩০ মার্চ দক্ষিণ সুরমা উপজেলার আবুল হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রফিকুল আলম লালুর নাম রয়েছে।
নিন্দাকারী হলেন-জাপা নেতা শাহিন আহমদ, আলা উদ্দিন, রুহেল মিয়া, শওকত হোসেন, স্বপন রাজ, সুহেল মিয়া, একে এম দুলাল, সিতাব আলী, ওমর আলী, আবদুল আলী, আনিছ মিয়া, আজাদ মিয়া, তারিছ আলী, আকবর আলী, নাজিম, পিয়ার আলী, অপূর্ব দাশ, লিকসন আরফিন, সিরাজ মিয়া।
নেতৃবৃন্দ এক বিবৃতিত্বে, অভিলম্ভে জাপা নেতা রফিকুল আলম লালুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
তারা বলেন, ঘটনার দিন রফিকুল আলম লালু সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে ছিল বলে তারা বিবৃতিত্বে উল্লেখ্য করেন।বিজ্ঞপ্তি