বিশ্বনাথে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৪:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৪ বার পঠিত
অসিত রঞ্জন দেব ও জামাল মিয়া:: বিশ্বনাথে বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে উপজেলা পরিষদ মাঠে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা আলী নূর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, অলংকারি ইউপি চেয়ারম্যান মো.লিলু মিয়া, উপজেলা প্রকৌকশলী খন্দকার শওকত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, সমবায় কর্মকর্তা শাহজাহান, সমাজ সেবা কর্মকর্তা আবদুল মুকতাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, জামাল মিয়াসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭৪৫ জন কৃষকের মধ্যে আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপসী (আউশ) চাষী ৭শত জন কৃষকের প্রত্যেককে ২০কেজি ইউরিয়া, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি, ৫কেজি বীজ, ৪শত টাকা এবং নেরিকা চাষী ৪৫জন কৃষকের প্রত্যেককে ১০কেজি বীজ, ৮শত টাকা করে প্রদান করা হয়।