শুক্রবার সিলেট আসছেন পুলিশের আইজিপি
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ৮:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেক্স: সিলেট সফরে আসছেন পুলিশের আইজিপি একেএম শহুদুল হক। শুক্রবার এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন। তিনি সকাল ১০টায় লালাবাজারে আরআরএফ পুলিশ ব্যারাক উদ্বোধন করবেন। বিকাল ৩টায় পুলিশ লাইনস মাঠে সিলেট রেঞ্জ মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগদান এবং পরদিন শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে অংশ নিবেন তিনি। এতে আইজিপি ছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।