আমেরিকায় নিউজার্সীতে ‘বিশ্বনাথ সমিতি অব নিউজার্সি ইনক’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৬০ বার পঠিত

বশির আহমদকে সভাপতি আর মাশুক আহমদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরি কমিটি করা হয়েছে।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল আলী, কোষাধ্যক্ষ সেজু চৌধুরী, প্রচার সম্পাদক মুক্তার আলী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শর্মিষ্টা দত্ত, কার্যকরি সদস্য আসাদ আফরোজ ও হুমায়ুন মিয়া।
নিউজার্সী স্টেটে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা, শৃংখলা, প্রগতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যম হিসাবে সমিতি কাজ করবে। দল-মত ও লাভ-লোকশানের উর্দ্ধে উঠে সবার মাঝে সার্বিক কল্যান সাধনের প্রচেষ্টা সমিতি অব্যাহত রাখবে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করে বলেন। অনেক দিনের প্রত্যাশিত স্বপ্নের ফসল এই “বিশ্বনাথ সমিতি অব নিউজার্সী ইনক্”।
সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শ পাওয়া গেলে সমিতির মাধ্যমে বিশ্বনাথ বাসীর কল্যানে এই কমিটি কাজ । উভয়েই নিউজার্সীতে বসবাসরত সকল বিশ্বনাথ প্রবাসীদেরকে এগিয়ে এসে নতুন কমিটিকে সর্বাঙ্গীন সহযোগিতা ও সদস্য হওয়ার উদাত্ত আহবান জানান।ৎ
সভাপতির বক্তব্যে প্রবীন শিক্ষক অমরেন্দ্র দেব নতুন কমিটিকে অভিনন্দন ও এই কমিটি সকলের কল্যানে মিলেমিশে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যদের মাঝে উপদেষ্টা হাজী তেরাব আলী ও শাহিন মিয়া বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি