আ’লীগ নেতা ইফতেখার শামীমের ৩য় মৃত্যু বার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫ ইং, ১২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৪১ বার পঠিত
নিউজ ডেক্স::সিলেটের প্রবীণ রাজনীতিক, জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের ৩য় মৃত্যু বার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘ দিন। আওয়ামীলীগের নেতাকর্মীদের আশ্রয়স্থল ছিলেন জননেতা ইফতেখার হোসেন শামীম। যে কোন সংকটে দলের নেতা-কর্মীরা ভিড় ক রতেন তার বাসায়।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ সোমবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে (২য় তলায়) অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।